
বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাৎ বরনকারী সকল শহীদদের স্বরনে জাতীয় শোক দিবস উপলক্ষে কদমতলী থানা আওয়ামীলীগ এর উদ্দ্যোগে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
রবিবার (২৯ আগষ্ট) সকালে রাজধানীর কদমতলী থানার আওতাধীন ডিএসসিসির ৫৯ নং ওয়ার্ডে অবস্থিত মেরাজ নগর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অডিটোরিয়াম রুমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও কদমতলী থানা আওয়ামী লীগের ১ম যুগ্ন সাধারণ সম্পাদক আকাশ কুমার ভৌমিকের এর তত্বাবধানে এ কার্যক্রম এর মধ্যে ছিলো আলোচনা সভা, দোয়া মাহফিল ও ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম । এ সময় আলোচনা সভা ও দোয়া শেষে এলাকার গরীব ও অসহায় পরিবারের মাঝে ২০০০ প্যাকেট ত্রান সামগ্রী বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। এ সময় ভিডিও কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিতি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব দিলিপ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হোসেন এবং আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ জগলুল কবির।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক আফজাল হোসেন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের মর্মান্তিক হত্যাকাণ্ড আমাদের জন্য চরম শিক্ষা। বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সকল সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আর এ শিক্ষা নিয়েই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী-দেশপ্রেমিকদের দলের কর্মী বানাতে হবে। তাহলেই একটি আদর্শ দল হিসেবে আওয়ামী লীগ পুর্নগঠন হবে। তিনি বলেন, ’৭৫ এর এ ঘটনা কেন ঘটল এটা খুঁজতে হলে ’৭১ কে খুঁজতে হবে। জেনারেল জিয়া পাকিস্তানের গুপ্তচর হিসেবে মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চেয়েছিলেন। কিন্তু ব্যর্থ জিয়া ও তার সকল সহযোগী স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরিকল্পনা করে।
তিনি আরও বলেন, আজকে শেখ হাসিনা বেঁচে আছেন বলেই তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে রোল মডেলে পরিচিতি পেয়েছে। তবে এখনও একটি কুচক্রী মহল শেখ হাসিনার উন্নয়নের দুর্বার গতিকে বাঁধাগ্রস্ত করতে চাচ্ছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে গড়া বাংলাদেশের সুসংগঠিত আওয়ামী লীগ ও এদেশের মানুষ ওই কুচক্রীদের কখনোই সফল হতে দেবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন সোহাগ শাহরিয়ার, জিহাদ হোসেন, সাখাওয়াত হোসেন শাকিল পাটোয়ারী , ঢাকা মহানগর দক্ষিণ সিটির ৫৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সহ থানা, ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কদমতলী থানা আওয়ামী লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক। অনুষ্ঠান শেষে ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে দোয়া করা হয়।