
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরে একজনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা দাঁড়াল দুইয়ে। আর আক্রান্তের সংখ্যা আরো চারজন বেড়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪।
শনিবার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাতে আরো চারজনের করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।
তিনি জানান, সারা দেশে হোম কোয়ারান্টাইনে আছেন মোট ১৪ হাজার জন। প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৫০ জন।