
করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত দেশ। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে বন্ধ রয়েছে সবকিছু। এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে খেটে খাওয়া মানুষরা। তাদের সহায়তায় এগিয়ে আসছে সরকারসহ সমাজের অনেকেউ, বাদ যাননি ক্রিকেটাররাও। দেশের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের পর এবার হাত বাড়িয়ে দিয়েছে ২০২০ অনুর্ধ-১৯ বিশ্বকাপ জয়ী যুবারা।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর গঠন করা করোনাসহায়তা তহবিলে আড়াই লক্ষ টাকা দিয়েছেন আকবর আলীরা। আজ বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে কোয়াব।
বিজ্ঞপ্ততে বলা হয়, ‘আমরা সকলেই অবগত যে, দেশব্যাপী করোনা ভাইরাসে বিপর্যস্ত অসহায় মানুষের সহায়তায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসােসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বর্তমান ও সাবেক সকল ক্রিকেটার, সংগঠক ও শুভানুধ্যায়ীদের নিয়ে আর্থিক তহবিল গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। সেই প্রেক্ষাপটে দেশের চুক্তিবদ্ধ প্রথম শ্রেণির সকল ক্রিকেটারদের পর বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ ও সম্মিলিতভাবে আড়াই লক্ষ টাকা কোয়াবের সহায়তা তহবিলে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। দেশের এই দুঃসময়ে অনুর্ধ-১৯ দলের ক্রিকেটাররা যে দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়।‘
ক্রিকেটারদের সচেতন থাকার আহ্বান জানিয়ে কোয়াব আরও জানায়, ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) মনে করে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্যোগ মোকাবেলা সম্ভব। সেইসঙ্গে দেশের আপামর জনসাধারণ এবং সকল ক্রিকেটারদের সরকারের দেয়া নির্দেশনা সঠিকভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরো ধ জানাচ্ছি।‘