Home ব্রেকিং কাঁঠালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সরবরাহ বন্ধ, রোগীদের দুর্ভোগ চরমে

কাঁঠালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সরবরাহ বন্ধ, রোগীদের দুর্ভোগ চরমে

48
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এর ফলে চরম দুর্ভোগে পরেছেন ৫০ শয্যা বিশিষ্ট ওই হাসপাতালের চিকিৎসক, কর্মচারি, রোগী ও তাদের স্বজনরা।

গত শক্রবার সকালে পাম্পের বৈদুতিক নিয়ন্ত্রণ বক্সে দ্রুটি দেখা দেয়। এরপর থেকে হসপাতালে পানি সরবারহ বন্ধ হয়ে যায়। রোগীরা বাধ্য হয়ে দুর থেকে পানি সংগ্রহ প্রয়োজনীয় কাজ সারছে।

কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. কামারুজ্জামান জনিয়েছেন, পানির পাম্পের সমস্যা দেখা দেয়ার পরপরই উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি।

image_pdfimage_print