Home সারা বাংলা কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক এর জন্মদিম উপলক্ষে জন্য সোহাগ শাহরিয়ার এর শুভকামনা...

কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক এর জন্মদিম উপলক্ষে জন্য সোহাগ শাহরিয়ার এর শুভকামনা ও দোয়া কামনা

SHARE

 

আশিক সরকার : কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক জন্মদিন উপলক্ষ্যে শুভকামনা ও দোয়া জানিয়েছেন সোহাগ শাহরিয়ার সহ -সম্পাদক at যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন। সাবেক সাংগঠনিক সম্পাদক, কদমতলী থানা ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ,কার্যনির্বাহী সদস্য.কদমতলী থানা পুলিশিং কমিটি,ডিএমপি,সাবেক যুগ্ন-আহবায়ক. শ্যামপুর ইউনিয়ন ছাত্রলীগ, কদমতলী থানা ছাত্রলীগ, ঢাকা মহানগর( দ:)।সিঃ সহ -সভাপতি বৃক্ষছায়া ফাউন্ডেশন।

এ বিশেষ দিন উপলক্ষ্যে তিনি জানান শুভজন্মদিন দিনটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন, কারণ এ দিনে চাদঁপুর জেলা মতলব উঃ উপজেলার কৃতি সন্তান আমার প্রাণ প্রিয় কাকা আকাশ কুমার ভৌমিক শুভজন্ম হয়েছে ।

আমি আকাশ কুমার ভৌমি জন্মদিনের শুভেচ্ছা সহ তাঁর শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি’।

image_pdfimage_print