Home ব্রেকিং “কারবালা আমার অন্তরে”-সৈয়দ আমিনুল এহসান ফেরদৌস আল-ক্বদমি

“কারবালা আমার অন্তরে”-সৈয়দ আমিনুল এহসান ফেরদৌস আল-ক্বদমি

74
0
SHARE
-প্রতিকী ছবি

পরিক্রমা ডেস্ক :

এ মাহে মহাররম,
যে আমায় কাদায় তোমায়ও কাদায়,
কেঁদে কেঁদে মু’মিনের হৃদয় হয় খান খান তোমরা কি তা জান?
আমি কেমনে সই বল!
কারবালার বেদনাবিধুর কান্না
তোমারা তা জান!
তা আমাকে বল।

আমার নবীর প্রানের এত দুঃখ,
বুকফাটা বেদনার কথা,
কতানা হাদিসে বানি
শুনে সই কি করে!
তা আমার কাছে বল।

মা’ফাতিমার এত আহাজারী, এত দুঃখ কত যন্ত্রনা,
সই কি করে!
তোমরা তা আমায় বল।

মাওলা আলীর এত
আর্তনাদ সই কেমনে!
এত মজলুমিয়াত,
সইব কি করে!
তোমরা তা আমায় বল।

নবী বংশের এত ক্রন্দন,
কত লাঞ্ছনা কত যন্ত্রনা,
সই কি করে!
তোমরা তা আমায় বল।

পবিত্র খান্দানের এত দুর্দশা
কারবালা আর দামেস্কের পথে প্রন্তরে,
এত আহাজারীর কথা শুনে সয‍্য করি কি করে!
তোমরা তা আমায় বল।

সাইয়‍্যেদা জয়নবের বিপ্লবী
গগনবিদারী কথা মালা, কারবালা কুফা দামেস্কের পথে পথে,
বর্নণায় সৌন্দর্য আর সফল‍্য,
ইমামপাকে আত্ম ত‍্যাগের নয়ন জুড়ানোর কাব‍্যিক কথা শুনে আমি বিমোহিত।
তোমারা সে ইতিহাস জান! আমায় কিছু বল।

বিবি সকিনার আহাজারি আর কান্নায়,
আকাশ-বাতাস, জ্বীন-পরী, হুর-ফেরেস্তা, মানব-দানব, গাছ-পালা, নদী-নালা, সাগর-মহসাগর, পাহাড়-পর্বত, উত্তাল তরঙ্গ মালা সব স্তব্ধ,
সেই কথা তোমারা কি জান!
তা আমায় বল।

আজও এজীদি মুনাফেক, মুসলীম নামীয় কাফের মুশরেক,
আজ কেন আজও,
প্রশংসায় গায় এজীদের গুনগান,
তোমরা কি তা জান!
তা আমায় বল।

নবীজির দুশমনী করল আবু সুফিয়ান আবু জাহেল উৎবা শাইবা হিন্দা,
বদর ওহুদ খন্দকে,
তোমরা কি জান?
তা আমায় বল।

সেই দুশমনের খান্দান মাবিয়া এজীদ চক্র দুশমনী করল নবী পরাবারের সাথে সিপপিন আর কারবালাতে তোমরা কি জান?তা আমায় বল!

এই শুহাদায়ে কারবালার
শোক আমি সই কেমনে!
তোমরা তা আমায় বল।
এ গোলাম কেমন সই বল
নবীপরিবারের এত কষ্ট, এত যন্ত্রনা, এত আর্তনাত ,এত আহাজারী সইতে আমি আর পারিনা,
কি শান্তনা দিবে আমায়!
তোমরা তা আমায় বল।

 

image_pdfimage_print