Home আন্তর্জাতিক কাশ্মিরে প্রেসিডেন্টের শাসন জারি করতে চাই ভারত

কাশ্মিরে প্রেসিডেন্টের শাসন জারি করতে চাই ভারত

49
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক :ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে প্রেসিডেন্টের শাসন জারি করতে যাচ্ছে নয়া দিল্লি। কাশ্মির উপত্যকায় সাম্প্রতিক গোলযোগের জের ধরে এ পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত সরকার। ভারতের ইকনোমিক টাইমসের বরাত দিয়ে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে। আজ (বুধবার) কাশ্মিরে গভর্নরের শাসন শেষ হচ্ছে।

গত জুন মাসে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি “সন্ত্রাসবাদ ও সহিংসতার’ অভিযোগ তুলে কাশ্মিরের জোট সরকার থেকে সরে যায়। ২০১৫ সাল থেকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি কাশ্মির শাসন করে আসছে। জোট সরকার থেকে বিজেপির সরে দাঁড়ানোর পর নতুন জোট গঠন অথবা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত গভর্নরকে কাশ্মির উপত্যকার শাসনের দায়িত্ব দেয়া হয়।

গত নভেম্বরে গভর্নর সত্য পাল মালিক কাশ্মিরের রাজ্যসভা বাতিল করেন। সম্প্রতি কাশ্মিরে ভারতীয় বাহিনীর হাতে ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়। এরপর সেখানে প্রতিদিন বিক্ষোভ হচ্ছে এবং কাশ্মির এক প্রকার অচল হয়ে পড়েছে।

image_pdfimage_print