
ভারতের জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের বন্দুকযুদ্ধে এক সেনাসহ ৮ জন নিহত হয়েছে। নিহত ৭ জন বেসামরিক লোক। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
আজ শনিবার ভোরে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, পুলওয়ামা জেলায় একটি ফলের বাগানে তিন বিচ্ছিন্নতাবাদী লুকিয়ে আছে- এই খবর পাওয়ার পর শনিবার ভোরে সেখানে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়,যৌথভাবে সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেছে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিচ্ছিন্নতাবাদীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। সূত্র : এনডিটিভি