Home ব্রেকিং কাহারোলে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে এখন অনেকেই স্বালম্বী

কাহারোলে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে এখন অনেকেই স্বালম্বী

49
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : কাহারোলে একটি বাড়ি একাটি খামার প্রকল্প সাধারণ মানুষের মাঝে সাড়া জাগিয়ে তুলেছে। অনেকেই এই প্রকল্পের মাধ্যমে ঋণ গ্রহণ করে নিজের ভাগ্যকে পরিবর্তন ঘটিয়েছে। জানা যায়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক পরিচালিত একটি বাড়ি একটি খামার প্রকল্প গত ২০০৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার ছয়টি ইউনিয়নে একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়। এই প্রকল্পটি এলাকার দরিদ্র ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এর কার্যক্রম এগিয়ে চলছে।

গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার রসুলপুর ইউনিয়নের ভেলয়া গ্রামে একটি বাড়ি একটি খামার সমিতির সদস্য মোছাঃ নাসিমা খাতুন এই প্রকল্পের ঋণ গ্রহণ করে একটি গাভী পালন করে এবং প্রতিদিন দুধ বিক্রি করে সংসার পরিচালনার পাশাপাশি ছেলেমেয়েদের স্কুলের লেখাপড়ার খরচ চালিয়ে যাচ্ছেন। এর ফলে নাসিমা খাতুন নিজেকে একজন স্বালম্বী সদস্য মনে করছেন। নাসিমার মত অত্র উপজেলায় অনেকেই একটি বাড়ি একটি খামার সমিতি থেকে ঋণ গ্রহণ করে হাঁস, মুরগি, গোবাদি পশু, শাক-সবজ্বি ও নার্সারী সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে এখন নিজের পাঁয়ে দাঁড়িয়েছে। ফলে সারা উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমিতির কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

এদিকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সবুজ চন্দ্র রায় এই প্রতিনিধিকে জানান, আমরা প্রকল্প ভূক্ত প্রতিটি পরিবারকে অর্থনৈতিক কর্মকান্ডের কেন্দ্রবিন্দু এবং গ্রাম সংগঠককে স্বনির্ভর অর্থনৈতিক ইউনিটে রুপান্তর, দরিদ্র বিমোচনকে অগ্রাধিকার প্রদান ও সার্বিক গ্রাম উন্নয়ন, হত-দরিদ্র ও অতিদরিদ্রের অগ্রাধিকার প্রদান, অপেক্ষাকৃত ব্যয় সাশ্রয়ী, পশ্চাৎপদ ও অনগ্রসর এলাকা উন্নয়নে গুরুত্বারোপ করছেন ও বর্তমানে অত্র উপজেলায় একশত চৌদ্দটি সমিতির ছয় হাজার পাঁচশত আটান্ন জন সদস্য রয়েছে এবং গত জুন মাস পর্যন্ত এযাবৎ কাল প্রায় তিন কোটি টাকার মত ঋণ প্রদান করেছি, সরকারি বোনাস দুই কোটি তেষট্টি লক্ষ বিশ হাজার টাকা, অবর্তক তহবিল তিন কোটি সতেরো লক্ষ সতেরো হাজার টাকা। তিনি আরও জানান, দিন দিন অত্র উপজেলায় দরিদ্র ও সাধারণ মানুষের মাঝে একটি বাড়ি একটি প্রকল্পের সমিতি গঠনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

image_pdfimage_print