Home ব্যাংক-বীমা কুফনার টেক্সটাইল ইন্ডিয়া প্রাইভেট লিঃ ও আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে গ্রুপ...

কুফনার টেক্সটাইল ইন্ডিয়া প্রাইভেট লিঃ ও আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

47
0
SHARE

পরিক্রমা ডেস্ক : বহুজাতিক প্রতিষ্ঠান “কুফনার টেক্সটাইল ইন্ডিয়া প্রাইভেট লিঃ” এবং বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্টের বীমা প্রতিষ্ঠান “আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড” এর মধ্যে গ্রুপ ইন্স্যুরেন্সের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২৫ই জুন ২০২৩, রবিবার ঢাকাস্থ আস্থা লাইফ ইন্স্যুরেন্স এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়। কুফনার টেক্সটাইল ইন্ডিয়া প্রাইভেট লিঃ এর কান্ট্রি ম্যানেজার নাদিথ লিয়ানারাচ্ছি এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনোয়ার শফিক (অবঃ), এনডিসি, পিএসসি, পিএইচডি, এমফিল, এমবিএ, এমএসএস, পিজিডি (ইউএসএ), এই চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়াও উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে “কুফনার টেক্সটাইল ইন্ডিয়া প্রাইভেট লিঃ” এর ঢাকাস্থ লিয়াজো অফিসে কর্মরত কর্মজীবীগণ সপরিবারে আস্থা লাইফের গ্রুপ বীমার আওতায় জীবন ও স্বাস্থ্য ঝুঁকির বিপরীতে নানাবিধ বীমা কভারেজ পাবেন। উল্লেখ্য, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত একমাত্র জীবন বীমা কোম্পানি আস্থা লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষ নেতৃত্বের দিক নির্দেশনায় জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে নতুন ধারার বীমা সেবার অঙ্গীকার নিয়ে সর্বোচ্চ আস্থা, স্বচ্ছতা, কমপ্লায়েন্স, প্রতিশ্রুতি রক্ষা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে ইতিমধ্যে বীমা শিল্পে উদীয়মান রোল মডেল হিসেবে সুপরিচিতি লাভ করেছে।

image_pdfimage_print