Home ব্রেকিং কুমিল্লায় পানিতে ডুবে ২ ভাই বোনের মৃ’ত্যু

কুমিল্লায় পানিতে ডুবে ২ ভাই বোনের মৃ’ত্যু

33
0
SHARE

ডেস্ক রিপোর্ট ● কুমিল্লার মুরাদনগরে খালের পানিতে ডুবে দুই চাচাত ভাই বোনের মর্মান্তিক মৃ’ত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজে’লার যাত্রাপুর ইউনিয়নের সিংহাড়ীয়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

নি’হতরা হলো কুয়েত প্রবাসী আবদুল কাইয়ুমের ছেলে আবু বক্কর (৩), কুয়েত প্রবাসী আবুল খায়েরের মেয়ে সাইমা আক্তার (৪)। নি’হত শিশু দুটি সম্পর্কে আপন চাচাতো ভাই বোন।

জানা যায়, উপজে’লার সিংহাড়িয়া উত্তরপাড়া গ্রামের কুয়েত প্রবাসী আপন দুই ভাইয়ে ছেলে আবু বক্কর ও মেয়ে সাইমা আক্তার অভিভাবকদের অগোচরে বাড়ীর পাশে খেলতে গিয়ে নি’খোঁজ হয়।

পরে অনেক খোজাখুজি করেও তাদের না পেয়ে বাড়ীর পাশের ডোবা থেকে তাদের উ’দ্ধার করে মুরাদনগর উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃ’ত ঘোষনা করেন।

একই পরিবারের দুই শিশুর এই ম’র্মান্তিক মৃ’ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মুরাদনগর থা’নার ভারপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) একেএম মনজুর আলম বিষয়টি নিশ্চিত করেছে।

image_pdfimage_print