Home জাতীয় কুমিল্লা সদর দক্ষিণের ইউএনও শুভাশিস ঘোষ করোনায় আক্রান্ত

কুমিল্লা সদর দক্ষিণের ইউএনও শুভাশিস ঘোষ করোনায় আক্রান্ত

38
0
SHARE

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী নির্বাহী (ইউএনও) শুভাশিষ ঘোষ করোনা আক্রান্ত হয়েছেন।

বুধবার (২৬ জানুয়ারি) নমুনা পরীক্ষার রিপোর্টে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুভাশিষ ঘোষ’র করোনা পজিটিভ আসে। বর্তমানে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা হোম আইসোলেশনে রয়েছেন।

সূত্রে জানা যায়, বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিষ ঘোস সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনার র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করে রিপোর্টে পজিটিভ শনাক্ত হন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিষ ঘোষ বলেন, করোনা পজিটিভ হওয়ার পর থেকে হোম আইসোলেশনে রয়েছি। কাঁশি ও ঠান্ডা ফিল করছি।

দ্রুত সুস্থ হয়ে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারেন, সেজন্য উপজেলা বাসিসহ সকলের নিকট দোয়া চেয়েছেন তিনি। পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

image_pdfimage_print