Home ব্রেকিং কুমিল্লা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ নির্বাচিত

কুমিল্লা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ নির্বাচিত

142
0
SHARE

পরিক্রমা ডেস্ক : কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ চমক দেখিয়েছেন। তিনি ১৫ হাজার ৫৫০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

নির্বাচনে তিনি মোট ভোট পেয়েছেন ৯৬ হাজার ৮০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এমপি পেয়েছেন ৮১ হাজার ২৫৭ ভোট।

রবিবার রাত সোয়া ৯টায় সহকারী রিটার্নিং অফিসার ও দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা দেন।

নির্বাচনে তারুণ্যের এ বিজয়ে কুমিল্লা জুড়ে খুশির আমেজ বইছে।

উল্লেখ্য, আবুল কালাম আজাদ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি দেবিদ্বার উপজেলার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ছিলেন।

image_pdfimage_print