Home ক্যাম্পাস খবর কুয়েটে ‘Research Integrity and Publication Ethics’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

কুয়েটে ‘Research Integrity and Publication Ethics’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

40
0
SHARE

পরিক্রমা ডেস্ক : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী কুয়েটে ‘Research Integrity and Publication Ethics’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ডিস্টান্স লার্নিং থিয়েটারে ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। ওয়ার্কশপে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কে, এম, আজহারুল হাসান ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. নরোত্তম কুমার রায়। ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।

 

image_pdfimage_print