Home ক্যাম্পাস খবর কুয়েট ক্যাম্পাস সংলগ্ন বাড়ির মালিক ও থানাসমূহের প্রতিনিধিদের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতবিনিময়...

কুয়েট ক্যাম্পাস সংলগ্ন বাড়ির মালিক ও থানাসমূহের প্রতিনিধিদের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত

149
0
SHARE

২১ আগস্ট, ২০২৪ঃ
দেশে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কারনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ বন্ধ থাকা সকল শিক্ষা কার্যক্রম আগামী ২৫ আগস্ট রবিবার হতে যথারীতি চালু হবে এবং এ প্রেক্ষেিত ২১ আগস্ট বুধবার সন্ধ্যা ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেয়া হবে। উল্লেখিত বিষয়ের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন (ফুলবাড়ীগেট, খানাবাড়ী, তেলিগাতী, মহেশ্বরপাশা, যোগীপোল) এলাকাসহ অন্যান্য এলাকার যে সকল ভাড়া বাড়িতে কুয়েটের শিক্ষার্থীরা বসবাস করে ঐসকল বাড়ির মালিক, খানজাহান আলী থানা, দৌলতপুর থানা এবং আড়ংঘাটা থানার অফিসার ইন-চার্জ/প্রতিনিধিগণের সাথে কুয়েট কর্তৃপক্ষের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট বুধবার সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরিচালক (ছাত্র কল্যাণ), হলসমূহের প্রভোস্ট, নিরাপত্তা কমিটির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

image_pdfimage_print