
কদমতলী থানা আওয়ামীলীগ এর সদ্য সাবেক ১ম যুগ্ম-সাধারন সম্পাদক ডিএসসিসির ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক বলেছেন, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারনেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। জীবনের মায়া ভুলে তিনি সর্বদা জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আজ কাউন্সিলর তার অফিসকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
কাউন্সিলর বলেন, প্রধানমন্ত্রী তাঁর জীবনে কখনও অন্যায়ের সঙ্গে আপস করেননি। নিজের সুখের কথা চিন্তা করে রাজনীতি করেননি। তিনি দেশের মানুষকে ভালোবেসে সততা আর নিষ্ঠার সঙ্গে সমৃদ্ধশালী দেশ গড়ার কাজে ব্রতী হয়েছেন। আমাদের উচিত প্রধানমন্ত্রীকে তাঁর লক্ষ্য অর্জনে সর্বাত্মক সাহায্য করা।
তিনি বলেন, ‘আমাদের একজন শেখ হাসিনা আছে বলে আমরা ভাগ্যবান। তাঁর দূরদর্শী ভূমিকায় করোনা মহামারির মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল ছিলো। বৈশ্বিক মন্দায় কিছুটা হলেও আমরা স্বস্তিতে আছি। তাঁর সময়োপযোগী নেতৃত্ব দেশের গন্ডি পেরিয়ে প্রশংসিত হচ্ছে বিশ্বদরবারেও।