
মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ১০৩ তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আগের বছরগুলোর ধারাবাহিকতায় আজও জাতির পিতার জন্মদিনকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে উদযাপিত হচ্ছে। দেশজুড়ে পালিত হচ্ছে শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এতে বাদ যাননি জাতীয় দলের ক্রিকেটাররাও।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সিলেটে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের আগে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ। অনুশীলন শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন দলের ক্রিকেটার ও স্টাফরা।
কেকে বঙ্গবন্ধুর ছবি দিয়ে লিখা ছিলো, ‘জাতি আজ স্মরণ করছে তোমায় বিন¤্র শ্রদ্ধায়। তুমি থাকবে চির অমর হয়ে অনিঃশেষ ভালবাসায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’