
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : কোনও মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।
শুক্রবার (১১ জানুয়ারি) বিকেলে টেকনাফ চৌধুরী পাড়ায় নিজ বাসভবনে তার স্ত্রী নবনির্বাচিত সংসদ সদস্য শাহীন আক্তারের সঙ্গে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎকালে তিনি এ হুশিয়ারি দেন।
আবদুর রহমান বদি বলেন, টেকনাফে যারা ইয়াবা ব্যবসায় জড়িত তাদের পাঁচদিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। কেউ আত্মসমর্পণ না করলে এলাকা ছাড়তে হবে। তাদের কোনো রেহাই নেই।
তিনি আরও বলেন, এসব অপকর্ম বন্ধে আমি প্রয়োজনীয় সব কিছু করবো। উখিয়া-টেকনাফের মানুষের ভালোর জন্যই মাদকের বিরুদ্ধে লড়াই চালানোর সিদ্ধান্ত নিয়েছি।
টেকনাফ হতে ইয়াবার বদনাম ঘোচাতে কক্সবাজার-৪ আসনের সাবেক এ সংসদ সদস্য সকলের সহযোগিতা কামনা করেন।