Home খেলাধূলা কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ ব্রাজিলের আজ

কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ ব্রাজিলের আজ

30
0
SHARE

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আজ (২ জুন) বিকাল ৫টায় আন্তর্জাতিক প্রীতি ম্যচ খেলতে মাঠে নামবে ব্রাজিল। লম্বা সময় পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামবে নেইমার, অ্যালিসন বেকাররা।

২০১৯ সালের নভেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ফুটবলে প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। সেই ম্যাচটিও অবশ্য ছিল এই দক্ষিণ কোরিয়ার বিপক্ষেই। সেই ম্যাচে ৩-০ গোল ব্যবধানে জিতেছিল পাঁচবারের বিশ্বকাপ জয়ী দলটি। সেই ম্যাচে ব্রাজিলের পক্ষে গোল করেছিল লুকাস পাকুইতা, ফিলিপো কৌতিনহো এবং দানিলো।

৩০ মাস পর আবার প্রীতি ম্যাচে সেই কোরিয়ার বিপক্ষেই খেলতে নামবে ব্রাজিলিয়ানরা। দক্ষিণ কোরিয়ার সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে হবে আজকের প্রীতি ম্যাচটি।

এদিকে এই ম্যাচে মাঠে নামার আগে পরিষ্কার ফেভারিট হিসেবে মাঠে নামবে সেলেসাওরা। বিশ্বকাপ বাছাইপর্বে টানা ১০ ম্যাচ অপরাজিত থেকে মাঠে নামবে দলটি। সর্বশেষ গত বছর কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হার দেখেছিল ব্রাজিল। সর্বশেষ তিন ম্যাচে অবশ্য প্রতিপক্ষের জালে টানা ৪ গোল করে দিয়ে আসছিলো নেইমাররা।

অপরদিকে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১-০ গোল ব্যবধানের হার দেখে কোরিয়া। যদিও ব্রাজিলের মতো ২০২২ কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে এশিয়ার এই দলটিও।

এদিকে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে পায়ের পাতায় চোট পেয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। কোরিয়ার বিপক্ষে নেইমারকে তাই নাও দেখা যেতে পারে। কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করতে গিয়েই চোটে পড়েন এই ফুটবলার।

image_pdfimage_print