Home ব্রেকিং ক্যালকুলেটর না আনায় ছাত্রীকে পেটালেন শিক্ষক

ক্যালকুলেটর না আনায় ছাত্রীকে পেটালেন শিক্ষক

39
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :  কোচিংয়ে ক্যালকুলেটর না নিয়ে যাওয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক রাম প্রসাদ হালদার পাড়েরহাট বাদুরা ওয়ারেস আলী দাখিল মাদ্রাসার গণিত শিক্ষক এবং ‘রাম স্যারের গণিত একাডেমির’ মালিক। মঙ্গলবার রাতে পিরোজপুরের কালিবাড়ী সড়কে এ ঘটনা ঘটে।

আহত স্কুলছাত্রী সিনথিয়া খানম পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। সে পিরোজপুর শহরের কলেজ রোডের খানাকুনিয়ারি এলাকার মো. হিরু খানের মেয়ে।

আহত স্কুলছাত্রীর বাবা হিরু খান জানান, বিদ্যালয় ছুটির পরে রাতে সাড়ে ৭টার দিকে কোচিংয়ে পড়তে যায় সিনথিয়া। এ সময় কোচিং ক্লাসে ক্যালকুলেটর না নেয়ার কারণে রাম স্যার কাঠের স্কেল দিয়ে সিনথিয়াকে মারধর করেন। মারধরে সিনথিয়ার বাম হাতের কনুই মারাত্মক জখম হয়। এ সময় সিনথিয়া চিৎকার করলে অন্য ছাত্রীরা তাকে বাসায় পৌঁছে দেয়। পরে তারা সিনথিয়াকে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের চিকিৎসক ডা. আরিফ হাসান জানান, আহত স্কুলছাত্রীর হাতে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রাম প্রসাদ হালদার জানান, কোচিংয়ে পড়ানোর সময় বেঞ্চে স্কেল দিয়ে আঘাত করলে সেটি সিনথিয়ার হাতে লাগে।

image_pdfimage_print