Home ব্রেকিং খিলগাঁওয়ে মদ্যপানে একজনের মৃত্যুর অভিযোগ

খিলগাঁওয়ে মদ্যপানে একজনের মৃত্যুর অভিযোগ

37
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়ায় মদ্যপানে আজিজুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর বাসা খিলগাঁও থানার মেরাদিয়া কবরস্থান রোডে।

আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আজিজুরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন দুই নারীসহ চারজন। তাঁরা সবাই দিনমজুরের কাজ করেন।

মৃত ব্যক্তির ভায়রা মিন্টু মিয়াসহ হাসপাতালে আসা কয়েকজন এলাকাবাসীর ভাষ্য, গত শুক্রবার রাতে মেরাদিয়া এলাকায় একটি বাড়ির পাশে খোলা জায়গায় বসে মদ্যপান করেন ৮-১০ জন। জাকির নামে এক ব্যক্তি তাঁদের কাছে এই মদ সরবরাহ করেন। জাকির ময়লার গাড়ি চালান। মদ্যপানের পর যে যার বাসায় চলে যান। রাতে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরে আজ সকালে গুরুতর অসুস্থ অবস্থায় ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে সকাল সাড়ে ৯ টার দিকে আজিজুর রহমানকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে

image_pdfimage_print