
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক খুলনায় গণধর্ষণের সঙ্গে জড়িত তিন ধর্ষককে রাজধানী ঢাকার কুড়িল বিশ্ব রোড থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেলে কেএমপি পুলিশ এক ই-মেইল বার্তায় জানায়, গত ২৮ জানুয়ারি রাতে মহানগরীর আটরা সিটিগেট এলাকার নির্মাণাধীন ভবনের ছাদের উপর এক এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রী (১৬) গণধর্ষণের শিকার হয়।
ওই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে খানজাহান আলী থানার মশিয়ালি গ্রামের আমজাদ শিকদারের ছেলে মো: সাগর আলী (২৬), একই গ্রামের রেনু মিয়ার ছেলে মো: বিল্লাল (৩০) ও টোকন আলীর ছেলে মো: শফিক (২৬) ’র বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ধর্ষণের এই ঘটনায় খুলনায় ব্যাপক তোলপাড় শুরু হয়। মামলা দায়েরের পর কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার বাড্ডা কুড়িল বিশ্বরোড এলাকা থেকে বুধবার দিবাগত রাতে মামলার তিন আসামিকেই গ্রেফতার করতে সক্ষম হয়।