
খুলনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলোজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মাহমুদ হোসেন। উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর।
সোমবার রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তিনি বাগেরহাট জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি সাবেক প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেনের ছেলে।
২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের দ্বিতীয় টার্মের কার্যকালের মেয়াদ শেষ হয়। সেই থেকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ এ পদটি শূন্য ছিল।