Home খেলাধূলা শেষ হাসি কে হাসবে?

শেষ হাসি কে হাসবে?

78
0
SHARE

পরিক্রমা ডেস্ক : আজ (১১ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা-পাকিস্তানের ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামছে এশিয়া কাপের ১৫তম আসরের। বাংলাদেশ সময় রাত ৮ টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে এই দুই দল। যদিও ফাইনালের আগেই ড্রেস রিহার্সেল হয়েছে দুই দেশের। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে ১৮ হাতে রেখে ৫ উইকেটে হারায় শ্রীলঙ্কা। 

এবারের এশিয়া কাপের সবচেয়ে ধারাবাহিক দল শ্রীলঙ্কা। তবে, আসর শুরুর আগেই মোটেও ফেভারিট ছিল না তারা। আন্ডারডগ হিসেবেই টুর্নামেন্ট শুরু করেছিলো তারা। এমনকি এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেও আফগানিস্তানের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে এশিয়া কাপ যাত্রা শুরু হয়েছিল শ্রীলঙ্কার।

তবে, এরপর শক্তভাবে ঘুরে দাঁড়ায় দলটি। গ্রুপ পর্বের বাঁচা মরার লড়াইয়ে ১৮৩ রান তাড়া করে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে। আর সুপার ফোরে অপ্রতিরোধ্য হয়ে ওঠে শানাকার দল। সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৭৫ রান তাড়া করে ৫ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় পায় লঙ্কানরা।

দ্বিতীয় ম্যাচে সাতবারের চ্যাম্পিয়ন ভারতকে হারায় ৫ উইকেটে। আর সর্বশেষ ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারায়। সুপার ফোরের সবকটি ম্যাচ জিতেই ফাইনালে মাঠে নামবে শ্রীলঙ্কা।

অন্যদিকে, ফাইনালের আরেক দল পাকিস্তানও প্রথম ম্যাচ হেরেই শুরু করেছিল তাদের এশিয়া কাপ মিশন। চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৫ উইকেটে হেরে যায় পাকিস্তান। এরপর হংকংয়ের বিপক্ষে ১৫৫ রানের দাপুটে জয়ে সুপার ফোরে ওঠে।

সুপার ফোরে ফের মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। সেই ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারায় বাবর আজমের দল। সুপার ফোরের পাকিস্তানের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ছিল আফগানিস্তান।

টান টান উত্তেজনাকর ম্যাচে শেষ ওভারে নাসিম শাহের পর পর ২ ছক্কায় আফগানদের ১ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তানের জয়ের মধ্যদিয়ে বিদায় নিশ্চিত হয় ভারতের। আর সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ৫ উইকেটে হারে তারা।

তাই ফাইনালের আগে পাকিস্তানের চেয়ে বেশী আত্নবিশ্বাসী থাকবে লঙ্কানরা। কিন্তু ফাইনাল ম্যাচে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে পাকিস্তানের। তবে এই ম্যাচে টস হতে পারে এক্স ফ্যাক্টর।

কারণ টস জিতে আগে বল করা দলই বেশি জয় পেয়েছে। তাই চ্যাম্পিয়ন নির্ধারণে টস রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই ফাইনালের শেষ হাসি কে হাসে তা আর কয়েক ঘণ্টা সময় পরেই বলে দেবে।

image_pdfimage_print