
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার স্বাস্থ্য পরিস্থিতির অবনতি হয়েছে। খোকার পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল বলেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকা নিউইয়র্কের ম্যানহাটনে স্লোশেন ক্যাটারিং ক্যান্সার ইনস্টিটিউটে কিডনি ক্যান্সারে আক্রান্ত হয়ে অনেক দিন যাবত চিকিৎসারত আছেন। সোমবার অনেকটা অবনতি হয়েছে।
পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, সাদেক হোসেন খোকা ভাইয়ের ছেলে ইশরাক হোসেনের সাথে যোগাযোগ করে খবর নিয়েছি।