Home ব্রেকিং গজারিয়ায় গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার গরু ও...

গজারিয়ায় গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার গরু ও বহনকারী পিকাপ উদ্ধার

38
0
SHARE

 

শামসুজ্জামান ডলার :
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকা
থেকে ৮ জানুয়ারী মঙ্গলবার গরু চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে গজারিয়া
থানার পুলিশ। এ সময় পুলিশ চোরাই গরু বহনকারী একটি পিকাপ ও একটি গরু
উদ্ধার করে। গ্রেপ্তার ৬ জনের মধ্যে কুমিল্লার দাউদকান্দি থানার রায়পুর এলাকার
মাহফুজ মিয়া, ইয়াসিন মিয়া, ইসমাইল মুন্সী ও মোহাম্মদ উল্লাহ। অন্য দু’জন
গজারিয়া উপজেলার বাঁশগাও গ্রামের আব্দুল করিম প্রধান ও সফিক প্রধান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস যাবত গজারিয়া উপজেলার
বিভিন্ন এলাকার গৃহস্ত বাড়ি থেকে গরু হচ্ছে। কোন কোন এলাকায় গরু
চুরি প্রতিরোধে রাতে পাহারার ব্যবস্থা করার পরেও চুরি ঠেকানো পুরেপুরিভাবে
সম্ভব হচ্ছেনা।
গজারিয়া থানার ডিউটি অফিসার এএস আই নেসার উদ্দিন জানান, জব্দকরা
গরুটির মালিক বাঁশগাও গ্রামের আবুল হোসেন ভূইয়াকে দিয়ে দেওয়া হয়েছে।
আর চুরি যাওয়া গরুর মালিক বাদী হয়ে থানায় মামলা রুজু করেছেন।

image_pdfimage_print