Home ক্যাম্পাস খবর গণতন্ত্রের প্রকৃত অনুশীলনের জন্য ছাত্ররাজনীতির প্রয়োজন রয়েছে: জবি উপাচার্য

গণতন্ত্রের প্রকৃত অনুশীলনের জন্য ছাত্ররাজনীতির প্রয়োজন রয়েছে: জবি উপাচার্য

49
0
SHARE

গণতন্ত্রের প্রকৃত অনুশীলনের জন্য ছাত্ররাজনীতির প্রয়োজন রয়েছে তবে এর প্রচলিত কালচার পরিবর্তন করতে হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। আজ রোববার জবির কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
ছাত্র আন্দোলনে আহত হওয়া জবি শিক্ষার্থী ও আন্দোলনকারীদের উদ্যোগে আজ ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার ভাবনা’ শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্টসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
জুলাই বিপ্লবে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী শহিদ ও আহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে উপাচার্য বলেন, ‘অনেক ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের বিষয় আছে যা সময় সাপেক্ষ। অতি দ্রুত দ্বিতীয় ক্যাম্পাস সংস্কার করে শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থা শুরু করার চিন্তা রয়েছে।’ এ সময় বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করে সহকারী হিসেবে জবি শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
উপাচার্য আরও বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের সমন্বিতভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’ এ সময় শিক্ষার্থীরা জবির গুণগত ও অবকাঠামোগত বিভিন্ন সংস্কারের বিষয়গুলো নিয়ে তাদের অভিমত প্রকাশ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জবির প্রক্টর অধ্যাপক ড. মুহা. তাজাম্মুল হক এবং পরিচালক (ছাত্রকল্যাণ) ড. কে. এ. এম. রিফাত হাসানসহ আরও অনেকে।

image_pdfimage_print