
পরিক্রমা ডেস্ক : আজ নর্থ সাউথ ইউনিভার্সিটির মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম প্রোগ্রামের আয়োজনে ‘চ্যালেঞ্জেস অফ মিডিয়া ইন বাংলাদেশ: দ্য ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক ধারাবাহিক ‘এডিটরস টক’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। মাহফুজ আনাম বলেন, “সাংবাদিকতাকে অবশ্যই বৃহত্তর ক্যানভাস দিয়ে দেখতে হবে। বৃহত্তর ক্যানভাস হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা। এটাই মৌলিক, দার্শনিক ভিত্তি যার ওপর ভিত্তি করে সাংবাদিকতা গড়ে উঠেছে।”
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. এস কে তৌফিক এম হক অংশগ্রহণকারীদের স্বাগত জানান। এনএসইউ‘র এমসিজে প্রোগ্রামের একটি সংক্ষিপ্ত বিবরণ প্রদান করেন এমসিজে প্রোগ্রামে এনএসইউ‘র সহকারী অধ্যাপক ড. সমীক্ষা কৈরালা।
অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন প্রফেসর ড. আব্দুর রব খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমসিজে প্রোগ্রামের সহযোগী অধ্যাপক ড. এস এম রেজওয়ান উল আলম।