
আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাফিজ তফাদার ব্যস্ত এখন নির্বাচনী গণসংযোগে। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
হাবিবুর রহমান হাফিজ তফাদার সোমবার (৬ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোহনপুর ইউনিয়নের মাথাভাঙ্গা, কামলাদী মাথাভাঙ্গা, পাঁচআনী, মোহনপুরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালান। এসময় তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে সুখে-দুঃখে এই ইউনিয়নবাসীর পাশে থাকতে চান।
হাবিবুর রহমান হাফিজ তফাদার বলেন, আসন্ন মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি মাঠপর্যায়ে জনসংযোগ করে যাচ্ছি এবং সব ধরনের মানুষের কাছ থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমাকে পেয়ে অত্যন্ত উৎফুল্ল। যদি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয় তাহলে আমার পক্ষেই জনরায় আসবে বলে শতভাগ আশাবাদী।
তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে এই এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আমাদের ইউনিয়নকে পরিকল্পিত ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। এজন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।