Home ব্রেকিং গাজীপুরে মিললো করোনা আক্রান্ত রোগী

গাজীপুরে মিললো করোনা আক্রান্ত রোগী

32
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা এক ইতালি প্রবাসীর দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।
বুধবার সকালে জেলার সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান বিষয়টি সংবাদমাধ্যমে জানিয়েছেন।

খায়রুজ্জামান জানান, গাজীপুরে আট ব্যক্তি কোয়ারেন্টিনে ছিলেন। তাদের বেশিরভাগই ইতালি থেকে এসেছেন। তার মধ্যে এক ব্যক্তির দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

আক্রান্ত ব্যক্তিকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন।

এর আগে মঙ্গলবার দেশে নতুন করে আরো দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১০ জনে। গাজীপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ায় সে সংখ্যা এখন ১১ জনে দাঁড়িয়েছে।

image_pdfimage_print