
গাজীপুরের কালিয়াকৈর গোয়ালচালা এলাকায় স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। নিহত গৃহবধু স্বপ্না বেগম গোয়ালচালা গ্রামের মামুন হোসেনের স্ত্রী।
নিহতের পরিবারের দাবি, যৌতুকের টাকার জন্য বিয়ের পর থেকেই স্বপ্নার ওপর নির্যাতন করতো স্বামী ও তার পরিবারের লোকজন। গত রাতে স্বপ্নাকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ননদ পালিয়ে যায়। পরে, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।