Home জাতীয় গ্রহণযোগ্য ব্যক্তিদের সার্চ কমিটির প্রস্তাবে রাখার সুপারিশ

গ্রহণযোগ্য ব্যক্তিদের সার্চ কমিটির প্রস্তাবে রাখার সুপারিশ

33
0
SHARE

নির্বাচন কমিশন গঠনে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করার জন্য সুপারিশ জানিয়েছে দেশের সিনিয়র সাংবাদিকরা।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) জাজেস লাউঞ্জে সিনিয়র সাংবাদিকরা সার্চ কমিটির সঙ্গে সভা করে এই প্রস্তাব দেন। সভায় সাচবিক দায়িত্ব পালন করা মন্ত্রিপরিষদ সচিবসহ সার্চ সব সদস্য উপস্থিত ছিলেন।

সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল বলেন, যারা ব্যাক্তিগত মত, আদর্শ ও বিশ্বাসের ঊর্ধে উঠে পেশাদারিত্বের সঙ্গে তাদের উপর সংবিধান অর্পিত দায়িত্ব পালন করতে সক্ষম এমন ব্যক্তিদের তালিকায় রাখার আহ্বান জানিয়েছি। মতামত নিয়ে রাষ্টপতির কাছে জমা দেয়া ১০জনের তালিকা প্রকাশ করা যেতে পারে।

যেসব রাজনৈতিক দল এখনো নাম ও মতামত দেননি তারা আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে দিলে সার্চ কমিটি বিবেচনায় নিবেন বলে জানান তিনি।

যোগ্য ব্যক্তি বাছাইয়ে বিশেষ কোনো পেশার আধিপত্য এড়িয়ে নানা পেশার যোগ্যতরদের তালিকায় নাম রাখার আহ্বান জানান। সার্চ কমিটিকে সুপারিশ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতের প্রায় সবকটি নির্বাচনে কমিশন বিতর্কিত হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের বিপরীতমুখী অতি ও অবান্তর কথনের জন্য। এ অবস্থা নিরসনের জন্য নতুন কমিশন যাতে একজন মুখপাত্র নির্বাচিত করে। কমিশনের সবাই যাতে অতি বা অবান্তর কথনে ব্যস্ত না থাকে।

ইতোমধ্যে সার্চ কমিটি একটি তালিকা প্রকাশ করেছে।এই তালিকা প্রকাশ সঠিক হয়নি বলে তিনি মনে করেন। কেননা যাদের নাম এসেছে তারা অনেক সম্মানিত ব্যক্তি।

নাম পাঠানোর সময় প্রস্তাবকারীরা তাদের সবার মত নিয়েছেন এমনটি নয়। তালিকার নাম দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। ঘটনাক্রমে চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত না হলে অনেকই সামাজিক ও পারিবারিকভাবে বিব্রত হবেন।

তিনি আরো বলেন, ব্যক্তিগত সুবিধা অর্জনের জন্য নানা সময়ে ভোল পাল্টানো অনেকের নাম এই তালিকায় দেখা গেছে।

image_pdfimage_print