Home ব্যাংক-বীমা গ্রুপ বীমা দাবীর পাঁচ লক্ষ টাকার চেক হস্তান্তর করলো জেনিথ ইসলামী লাইফ

গ্রুপ বীমা দাবীর পাঁচ লক্ষ টাকার চেক হস্তান্তর করলো জেনিথ ইসলামী লাইফ

46
0
SHARE

পরিক্রমা ডেস্ক : শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির লাইন ম্যান মরহুম আবদুস সালাম এর মৃত্যু জনিত গ্রুপ বীমা দাবীর ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার চেক অদ্য ৫ জুন ২০২৩ সোমবার শরীয়তপুরে সমিতির কার্যালয়ে জেনারেল ম্যানেজার মোঃ আলতাফ হোসেন এর নিকট হস্তান্তর করেন কোম্পানির সিনিয়র জিএম সৈয়দ মাসকুরুল হক। এসময় উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের কোম্পানি সচিব জনাব আবদুর রহমান, ডিভিপি (গ্রুপ বীমা) মোঃ আনোয়ার হোসেন সরকার, জিএম মোঃ বোরহান উদ্দিন ও ডিজিএম ইব্রাহিম হাওলাদার জীবন এবং শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম- (অর্থ) জনাব মো: সেলিম হাসান, এজিএম- (প্রশাসন) মোঃ আওয়াল হোসেন ও এজিএম-(মানব সম্পদ) এ এইচ এম খায়রুল আলম।

image_pdfimage_print