Home জাতীয় চকবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারপিছু ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

চকবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারপিছু ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

46
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

রিটের তথ্য জানিয়েছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

আজ রবিবার হাইকোর্টে রিট করা হয়েছে জানিয়ে আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, প্রত্যেকের জন্য ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ, তদন্তের জন্য বিচারিক কমিশন গঠন, অবৈধ বিল্ডিং ভাঙা এবং কেমিক্যাল গোডাউন সরানোর নির্দেশনা চাওয়া হয়েছে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

image_pdfimage_print