Home জাতীয় চট্টগ্রামে বিজ্ঞান মেলা: বৈজ্ঞানিক উদ্ভাবন বাস্তবে প্রয়োগ করতে হবে

চট্টগ্রামে বিজ্ঞান মেলা: বৈজ্ঞানিক উদ্ভাবন বাস্তবে প্রয়োগ করতে হবে

32
0
SHARE

পরিক্রমা ডেস্ক : “ শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ না করলে বিজ্ঞান মেলা শুধুমাত্র আনুষ্ঠানিকতায় পর্যবসিত হবে। বিশেষ করে রেলপথে দুর্ঘটনা প্রতিরোধ, সড়ক দুর্ঘটনার হার কমানো, নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন, পরিবেশবান্ধব শহর নির্মাণ ও বর্জ্য ব্যবস্থাপনায় উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে বৈজ্ঞানিক সমাধানের পথ বের করতে হবে। বই পুস্তকের মধ্যে বিজ্ঞান শিক্ষার চিরাচরিত বৃত্ত থেকে বেরিয়ে প্রায়োগিক বিজ্ঞানের পথ প্রদর্শন করতে হবে শিক্ষকদের। বিশেষ করে গবেষণার মাধ্যমে জীবন ধারায় পরিবর্তন আনতে হবে। এ মহাবিশ্বের স্রষ্টা স্বয়ং মহাবিজ্ঞানী আল্লাহ্‌ তাঁরই অপার করুণার দান এ বিজ্ঞান। সে বিজ্ঞানকে মানব কল্যাণে ব্যবহার করতে হবে। সাম্প্রতিক গবেষণা বলছে, ডায়াবেটিস রোগের ওষুধ হিসেবে দীর্ঘকাল ব্যবহৃত মেট্‌ফরমিন স্বাস্থ্যের জন্য চরম ঝুকিপূর্ণ, যা’ কিডনী, লিভার, হৃদযন্ত্র ও পরিপাকতন্ত্রের ক্ষতি সাধন করছে। এখানেই বৈজ্ঞানিক গবেষণার সফলতা। তাই স্রষ্টার প্রতি অনুগত থেকে বিজ্ঞানের শিক্ষা দিয়ে জীবন-যাপনকে পরিমিত ও পরিশীলিত রাখতে হবে”।

গতকাল (১১.০৯.২০২২ খ্রি.) চট্টগ্রামের স্বনামধন্য ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের দু’দিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী একথা বলেন। অনুষ্ঠানে তরুণ বিজ্ঞানীদের অনেক উদ্ভাবনী মডেল প্রদর্শিত হয় এবং নবীন বিজ্ঞানী ও তরুণ উদ্ভাবকদের উপহার প্রদান করা হয়। এ অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আর্থিক পৃষ্ঠপোষকতা প্রদান করে।

image_pdfimage_print