Home জাতীয় চট্টগ্রামে রেলওয়ের তেল ও ব্যাটারি চুরির ঘটনায় কর্মচারীসহ আটক ৭জন

চট্টগ্রামে রেলওয়ের তেল ও ব্যাটারি চুরির ঘটনায় কর্মচারীসহ আটক ৭জন

38
0
SHARE

চট্টগ্রামের রেলওয়ে স্টেশন ও টাইগারপাসের মার্শাল ইয়ার্ড থেকে চুরি যাওয়া ৫০০ লিটার ডিজেল, ৩৯টি বড় ব্যাটারিসহ ৭ জনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

আটকৃতদের মধ্যে ৫ জন রেলওয়ের কর্মচারী ও ২ জন বহিরাগত। আটক ৭ জনের মধ্যে তিনজন হলো রেলের কর্মচারী সুমন শীল (৩৫), আমজাদ হোসেন (৬৭) ও মো. শহীদ (৪৯)। অন্যদের নাম জানা যায়নি।

গতকাল শুক্রবার (৯ জুলাই) গভীর রাতে চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশনের ২ নং প্ল্যাটফর্ম ও মার্শাল ইয়ার্ড থেকে তাদের আটক করা হয় বলে জানান রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট সত্যজিৎ দাশ।

তিনি বলেন, ৫০০ লিটার তেল ও ৩৯টি ব্যাটারি চুরির দায়ে রেলওয়ে ৫ কর্মচারীসহ বহিরাগত ২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

image_pdfimage_print