
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় লোহার গলিত সিসায় ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন।শনিবার (১৬ মার্চ) ভোরে উপজেলার শীতলপুর এলাকায় শীতলপুর স্টীল মিলে এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন- শাহ আলম (৫৫), রিয়াদ হোসেন (২৫), শাকিব হোসেন (৩২), মাইনুদ্দিন (২৫), আমজাদ হোসেন (৪০) এবং মো. মিশু (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার জানান, স্ক্র্যাপ জাহাজ কাটার জন্য লোহা গলানোর সময় অগ্নিদগ্ধ হন ওই ৬ শ্রমিক। তাদের গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
তিনি বলেন, অগ্নিদগ্ধ ৪ জনের অবস্থা আশংকাজনক। তাদের ঢাকায় পাঠানো হচ্ছে। বাকি ২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।