Home ব্রেকিং চট্টগ্রাম-৮ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ-এর মৃত্যুতে দি গ্রেটেস্ট ফাউন্ডেশনের...

চট্টগ্রাম-৮ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ-এর মৃত্যুতে দি গ্রেটেস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান’র শোক প্রকাশ

44
0
SHARE

আশিক সরকার : চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোছলেম উদ্দিন আহমদ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা ময়মনসিংহ নান্দাইল উপজেলা মোয়াজ্জেমপুর ইউনিয়নের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা, ঢাকাস্থ নান্দাইল সমিতির সভাপতি এবং দি গ্রেটেস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সহ—সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন, ঢাকা আইনজীবি সমিতির অন্যতম সদস্য  এডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম ।

এক শোকবাণীতে দি গ্রেটেস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “প্রয়াত মোছলেম উদ্দিন আহমদ ছিলেন একাত্তরের রণাঙ্গণের পরীক্ষিত সৈনিক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর একনিষ্ঠ অনুসারী। তাঁর মতো বীর মুক্তিযোদ্ধাদের অবদানে আমরা স্বাধীন দেশ ও পতাকা লাভ করি। জাতি তাঁর মতো বীর মুক্তিযোদ্ধাদের অবদান চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।”

তিনি আরও বলেন, “আমি পরম করুণাময় আল্লাহ পাকের নিকট মরহুম মোছলেম উদ্দিন আহমদ-এর আত্মার মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

image_pdfimage_print