
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাকৈরতলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।
রোববার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- রঞ্জিত চন্দ্র (৫২), ফখরুল ইসলাম (৭৫), আবুল কালাম (৬২), জান্নাতুল ফেরদৌস (২৮) ও শিশু রুমান (৮)।
বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার ওসি শাহ আলম জানান, সিএনজিচালিত অটোরিকশাটি শাহরাস্তির দোয়াভাঙ্গা থেকে কালিয়াপাড়ার দিকে যাচ্ছিল।
আজ সকাল ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তির কাকড়তলা এলাকায় বিপরীতমুখী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।
আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানান ওসি।