
আশিক সরকার: চাঁদপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি হয়েছেন জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক হয়েছেন সাদ্দাম হোসেন। নতুন কমিটিকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের মো: আবু হানিফ অভি ও আবির হায়াৎ শিহাব,চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয়ের কলেজ ছাএলীগের সহ– সভাপতি অভিনন্দন জানিয়েছেন। আজ ৫ ফেব্রুয়ারী বুধবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে জেলা ছাত্রলীগের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।পরে আগামী এক বছরের জন্য এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদক লিখিত বিজ্ঞপ্তিতে জানান,বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের এক জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এতে মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখার কমিটি বিলুপ্ত করা হলো। সেই সাথে আগামী এক বছরের জন্য নবগঠিত কমিটিতে সভাপতি জহির উদ্দিন মিজি এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদ্দাম কোরাইশ কে ঘোষণা করে অনুমোদন দেওয়া হলো।একটি সূত্র নিশ্চিত করেন,নতুন কমিটির সভাপতি জহির উদ্দিন মিজি পূর্বের চাঁদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি এর আগে জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এবং চাঁদপুর পৌর ছাত্রলীগের ১২নং ওয়ার্ড কমিটির আহবায়ক ছিলেন।অন্য দিকে নবাগত সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদ্দাম কোরাইশ চাঁদপুর সদর উপজেলাধীন আশিকাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।