Home ব্রেকিং চাঁদপুর জেলা ছাত্রলীগ কর্মি ইব্রাহিম খলিলের উদ্যোগে জীবানুনাশক স্প্রে

চাঁদপুর জেলা ছাত্রলীগ কর্মি ইব্রাহিম খলিলের উদ্যোগে জীবানুনাশক স্প্রে

39
0
SHARE

 

বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখার নির্দেশে চাঁদপুর জেলা ছাত্রলীগ কর্মী ইব্রাহিম খলিলের উদ্যোগে মতলব উত্তর উপজেলা বিভিন্ন জায়গায় জীবানুনাশক স্প্রে করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ নেতা শাহাদাৎ শেখ,১২ নং ফরাজীকান্দি ইউনিয়ন ইয়ং ক্লাবের সভাপতি হৃদয় হোসাইন ও যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল পাটোয়ারী।

চাঁদপুর জেলা ছাত্রলীগ কর্মি ইব্রাহিম খলিল বলেনঃ-দূর্যোগঘন সময়ে মানুষ দেখানোর জন্য হলেও জনসেবাটা করুন।রাজনৈতিক কাঁদা ছোঁরাছুরি বন্ধ করে অাসুন আসহায় মানুষের পাশে দারাই।আর হে,ছাত্রলীগ নিয়ে হাসিঠাট্টা বন্ধ করুন,
কারন,সবার আগে অসহায় মানুষের পাশে দারায় বঙ্গবন্ধু ছাত্রলীগ।আমরা আমাদের সামর্থ মত করছি,আপনি ও আপনার সামর্থ মত করুন।সচেতন থাকুন,সচেতন করুন।সুস্থ থাকুন,সুস্থ রাখুন।

image_pdfimage_print