Home সারা বাংলা চাঁদপুর জেলা সমিতির মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

চাঁদপুর জেলা সমিতির মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

40
0
SHARE

সোহেল আলমঃ চাঁদপুর জেলা সমিতি ঢাকা‘র সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম ফজলুল হক এর আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার মালিবাগে চাঁদপুর ভবনে সমিতির কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সারাদেশের করোনা আক্রান্ত সকলের রোগমুক্তি জন্যও দোয়া করা হয়। চাঁদপুর জেলা সমিতির সভাপতি সাবেক সংসদ সদস্য ড.মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার সভাপতিত্বে সমিতির যুগ্ম-সম্পাদক লায়ন আলহাজ্ব মোঃ আরিফ উল্যাহ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সফিউল আলম স্বপন, সমিতির আজীবন সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক শরীফ হোসেন পাটোয়ারী, ইঞ্জিনিয়ার শফিকুর রহমান পাটোয়ারী, হারিজ হাসান সাগর, পীরজাদা শাহ মোঃ কুদ্দুস, তাজুল ইসলাম মিয়াজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

image_pdfimage_print