
নিজস্ব প্রতিনিধিঃ
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ২০২১ পরীক্ষায় চাঁদপুর সিটি কলেজ জেলার মাঝে সন্তোষজনক ফলাফল অর্জন করেছে।
এইচএসসিতে ফলাফলে চাঁদপুর সিটি কলেজের পাসের হার ৯২. দশমিক ২১ শতাংশ এবং বিএম শাখায় শতভাগ পাস করেছেন।
সিটি কলেজে জেনারেল শাখায় মোট ৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, কৃতকার্য হয় ৪৮ জন। অনুপস্থিত ছিলেন ০২ জন এবং অকৃতকার্য হয় ০৪ জন। পাশের হার- ৯২.২১%
বি এম শাখায় মোট পরীক্ষার্থী- ১৫ জন, কৃতকার্য- ১৫ জন
পাশের হার- ১০০%।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সারা দেশে একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়।
ফল নিয়ে সন্তোষ প্রকাশ করেন, চাঁদপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী।
তিনি বলেন, এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
সুজিত রায় নন্দী বলেন, প্রতিষ্ঠার পর থেকেই চাঁদপুর সিটি কলেজ ভালো ফলাফল করে আসছে। বিশ্বব্যাপি মহামারী করোনা ভাইরাসের মতো কঠিন সময় কলেজের শিক্ষকরা নিয়মিত অনলাইন ক্লাসের মাধ্যমে পাঠ নিশ্চিত করেছেন। তাই আমরা পরিশ্রমের ভালো একটা ফলাফল পেয়েছি।
রেজাল্ট নিয়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।
কলেজের গভর্নিং বডির সকল সদস্য, কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মোঃ সহিদুল ইসলাম, শিক্ষকমন্ডলী, কৃতি শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা কর্মচারীসহ সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন সুজিত রায় নন্দী।
তিনি বলেন, আগামী দিনেও যেন সব শিক্ষার্থীরা এ ধারাবাহিকতা বজায় রাখতে পারে সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।