Home ব্রেকিং চাঁদপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য এর মতলব উত্তরে বিভিন্ন পূজা মন্ডপ...

চাঁদপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য এর মতলব উত্তরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন।

34
0
SHARE

আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই সকল ধর্মের মানুষ আজ স্বাধীন ভাবে আনন্দ মূখর পরিবেশে তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারছে এডভোকেট রুহুল এমপি
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ। এদেশের প্রতিটি মানুষ তাদের যার যার ধর্ম স্বাধীন ভাবে পালন করতে পারছে। জামায়াত-বিএনপি ক্ষমতায় আসলে এদেশের সকল ধর্মের মানুষ বিভিন্ন নির্যাতনের স্বীকার হয়।

সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় মতলব উত্তরে শারদীয় দূর্গা পুজায় বিভিন্ন মন্ডপ পরিদর্শন কালে এসব কথা বলেন চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
রোববার বিকাল ৫টা থেকে শুরু করে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দদের সাথে কুশল বিনিময় করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে শারদীয় দূর্গা পূজা সম্পন্ন করতে বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন।
নুরুল আমিন রুহুল আরো বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। আর সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এ দেশ আমাদের সকলের। সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি।
পরিদর্শনকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্রের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাধেশ্যাম সাহা চান্দু বাবু, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির- প্রমুখ।

image_pdfimage_print