
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্ঘটনা রোধে পরিবহন চালকদের ডোপ টেস্ট করতে হবে। এই টেস্টের মাধ্যমে চালকেরা মাদকাসক্ত কি না, তা রাস্তায়ই টেস্ট করা হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গণভবন থেকে ভার্চুয়ালে অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে সড়কের বাঁক কমানো হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ বাস আনে জনগণের কল্যাণে। আর বিএনপি আন্দোলন করে তা পুড়িয়ে দেয়।
তিনি আরও বলেন, করোনার কারণে সড়কের কাজে কিছু বাধা এসেছে। তবে তা কাঠিয়ে উঠা যাবে।