
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : অস্ট্রেলিয়ার সরকার জানিয়েছে, তাদের নিখোঁজ হওয়া ব্লগার ইয়াং হেংজুনকে চীনে আটক করা হয়েছে। ইয়াং হেংজুন চীনের সাবেক কূটনীতিক ও অস্ট্রেলিয়ার নাগরিক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে শনিবার চীনের গুয়াংজু শহরে পৌঁছার পরপরই তাকে আটক করা হয়।
চীন অস্ট্রেলিয়াকে জানিয়েছে, ৫৩ বছর বয়সী জনপ্রিয় এই ব্লগারকে বিচারের আওতায় নেয়া হয়েছে তবে তার কারণ জানানো হয়নি।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী মরিস পেইন বিষয়টি স্বচ্ছতা ও নিরপেক্ষতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে।
ব্লগার ইয়াং হেংজুনের স্ত্রী ইউয়ান রুই জুয়ান চীনের নাগরিক। তাকেও চীনের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানা গেছে। ব্লগার ইয়াং হেংজুনকে আটকের খবর অস্ট্রেলিয়ার কাছে স্বীকারের পর থেকে চীনের সংশ্লিষ্ট কর্তকর্তারা এ বিষয়ে এখনো কিছু জানাননি। সূত্র: বিবিসি