Home জাতীয় চুয়েটের উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করলেন আইএমইডি বিভাগের মহাপরিচালক

চুয়েটের উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করলেন আইএমইডি বিভাগের মহাপরিচালক

35
0
SHARE

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর “চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও কার্যক্রম পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর মহাপরিচালক মুঃ শুকুর আলী ।

আজ ৩রা আগস্ট (বুধবার) ২০২২ খ্রি. সকাল সাড়ে ১১টায় ভাইস চ্যান্সেলর কার্যালয়ে তিনি চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় চুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। পরে

তিনি চুয়েট ক্যাম্পাসে চলমান উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি ও সার্বিক চিত্র পরিদর্শন করেন।

image_pdfimage_print