Home চট্রগ্রাম ক্যাম্পাস চুয়েটে কিউএসি এর ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত

চুয়েটে কিউএসি এর ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত

296
0
SHARE
ছবি-০১: চুয়েটে আইকিউএসি কর্তৃক আয়োজিত কিউএসি’র ৬ষ্ঠ সভায় সভাপতিত্ব করছেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি এস্যুরেন্স কমিটি (কিউএসি)-এর ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ ১১ই জুন (মঙ্গলবার) ২০২৪ খ্রি. বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে আইকিউএসি কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সভায় উপস্থিত ছিলেন চুয়েটের মাননীয় প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, পুর ও পরিবেশ প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, মেকানিক্যাল অ্যান্ড  ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, ইনস্টিটিউট অব রিভার, হারভার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এর পরিচালক অধ্যাপক ড. আসিফুল হক, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া, ডুয়েট আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. রাজু আহমেদ, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী ও কম্পট্রোলার জনাব মোঃ শফিকুল ইসলাম।

image_pdfimage_print