Home ব্রেকিং চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন কাজী মিজান মোহনপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন কাজী মিজান মোহনপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন

53
0
SHARE

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, দৈনিক সংবাদ সারাবেলার সম্পাদকমণ্ডলীর সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক কাজী মিজানুর রহমান।

 রোববার (১৯ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে মতলব উত্তর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিকের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ বিল্লাল হোসেন মৃধা, মোহনপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বিল্লাল তপাদার, মোঃ মিজানুর রহমান হাওলাদার, উপজেলা যুবলীগের সদস্য কাজী মোহাম্মদ হাবিবুর রহমান, কাজী মোঃ আনোয়ার হোসেনসহ আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৷

চেয়ারম্যান পদে একই দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন- মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আঃ মতিন কাজী, মোহনপুর পর্যটনের সিইও ও সংবাদ সারাবেলা পত্রিকার প্রকাশক কাজী আবু জাফর৷

এছাড়া আরও ৮ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে৷

উল্লেখ্য, আগামী ১৬ মার্চ মোহনপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে৷

image_pdfimage_print