Home সারা বাংলা চ্যানেল সিক্স এর স্টাফ রিপোটার হিসেবে নিয়োগ পেলেন মতলব উত্তরের নাঈম মিয়াজী

চ্যানেল সিক্স এর স্টাফ রিপোটার হিসেবে নিয়োগ পেলেন মতলব উত্তরের নাঈম মিয়াজী

44
0
SHARE

শামসুজ্জামান ডলার : 

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার উত্তর নাউরী গ্রামের কৃতী সন্তান চ্যানেল সিক্স এর স্টাফ রিপোটার হিসেবে নিয়োগ পেলেন।

শনিবার দুপুর ২টায় মোহাম্মদপুরে চ্যানেল সিক্স কার্যালয়ে ডেকে নিয়ে তাকে চ্যানেল সিক্স কৃর্তপক্ষ তাকে নিয়োগ পত্র প্রদান করেন।

নাঈম মিয়াজী দৈনিক তৃতীয় মাত্রার বৃহত্তর মতলব প্রতিনিধি, দৈনিক চাদঁপুর খবরের মতলব উত্তর প্রতিনিধি, ময়নামতি নিউজ ২৪.কম এর চাঁদপুর জেলা প্রতিনিধি, গ্রীনবাংলা নিউজের মতলব উত্তর প্রতিনিধি, ২৪ বাংলা. নিউজের প্রকাশক ও সম্পাদক।

তিনি প্রায় ৪ বছর যাবত স্থাণীয়, জাতীয় ও অনলাইন পত্রিকায় আন্তরিকতার সাথে কাজ করে আসছেন। তিনি সহকর্মী সাংবাদিকসহ সকল শুভাকাংখীদের কাছে দোয়া ও সফলতার সাথে কাজ করার জন্য সহযোগীতা কামনা করেছেন।

উল্লেখ্য তিনি মতলব উত্তর প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদ।

image_pdfimage_print